হাতিরঝিল লেক থেকে যুবকের লাশ উদ্ধার

আগের সংবাদ

এলসি-এনডোর্সমেন্টে বিড়ম্বনা : ডলার সংকটে মূলধনি যন্ত্রপাতি-কাঁচামাল আমদানি ব্যাহত > বিদেশ যাত্রায় বিপাকে সাধারণ মানুষ

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শোভাযাত্রা

ইবি প্রতিনিধি : দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য দেন উপউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন।

সার-বীজ বিতরণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ৩ হাজার ১০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এ উপলক্ষে গত শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, কৃষি কর্মকর্তা মিতা সরকার প্রমুখ। সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার ইমরুল কায়েস।

খামারিদের কর্মশালা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : রায়পুরা পৌরসভার হাশিমপুর বড়বাড়ি সাকিনে কাউন্সিলর নাহিদ সরকারের বাড়িতে জুনায়েদ এন্ড জাহিদ পোল্ট্রি ফিডের ব্যবস্থাপনায় সিবেক এনিমেল কেয়ার লিমিটেডের উদ্যোগে খামারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতি ছিলেন রায়পুরা পৌরসভার ৪নং ওয়াড কাউন্সিলর নাহিদ সরকার। প্রধান অতিথি ছিলেন সিবেক এনিমেল কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শামীম আওলাদ। বিশেষ অতিথি ছিলেন সিবেক এনিমেল কেয়ার লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রুবেল। প্রধান আলোচক ছিলেন সিবেক এনিমেল কেয়ার লিমিটেডের আরএসএম মুহাম্মদ শরফ উদ্দিন সোহাগ।

দিনব্যাপী ৫০০ খামারিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

সনদ বিতরণ

পাবনা প্রতিনিধি : পাবনায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ১২ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়। জানা যায়, জেলার ৩০ জন হিজড়াকে ১২ দিনব্যাপী ২টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে। ট্রেডসমূহ হচ্ছে- কম্পিউটার ও গরুছাগল পালন সম্পর্কিত। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুল কবীরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান। আরো উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মামুন হোসেন মন্ডল, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম সরোয়ার, প্রশিক্ষক শামসুল হক শামীম, রেজিস্ট্রার শারমিন রিতা প্রমুখ।

সংবর্ধনা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : রূপগঞ্জে আমলাব আল-ইমরান হিফজুল কুরআন মডেল মাদ্রাসা ও আল-ইমরান জামে মসজিদের উদ্যোগে মাদ্রাসার শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার রাতে মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিনের সভাপতিত্বে সংবর্ধনায় উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার চৌধুরী, সহসভাপতি আবুল কালাম ভুইয়া, এইচ এম ইমরান হোসেন, মুফতী জাফর আহমেদ, ড. লুৎফর রহমান, মুফতী সাইফুল ইসলাম, ক্বারী ফজলুল হক, ক্বারী আব্দুল কাইয়ুম মিয়াজী প্রমুখ। সংবধর্না শেষে ওয়াজ মাহফিল ও কিরাতের আয়োজন করা হয়। রূপগঞ্জসহ দূরদূরান্ত থেকে মানুষ ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়