হাতিরঝিল লেক থেকে যুবকের লাশ উদ্ধার

আগের সংবাদ

এলসি-এনডোর্সমেন্টে বিড়ম্বনা : ডলার সংকটে মূলধনি যন্ত্রপাতি-কাঁচামাল আমদানি ব্যাহত > বিদেশ যাত্রায় বিপাকে সাধারণ মানুষ

পরের সংবাদ

মঠবাড়িয়ায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : মঠবাড়িয়ায় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খাসমহল (কেএম) লতীফ ইনস্টিটিউশনে শেখ রাসেল স্কুল অব ফিউচার ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে। সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. মো. রুস্তুম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে গতকাল রবিবার সকালে এ ল্যাব উদ্বোধন করেন।
এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষ থেকে শহীদ মিনার চত্বরে এই সংসদ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে খাসমহল লতীফ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এমপির সহধর্মিনী অবসরপ্রাপ্ত শিক্ষিকা খাদিজা বেগম খুশবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. অলি আহাদ, মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য প্রভাষক ফারুক হোসেন, শিক্ষক এনামুল হক, শিক্ষিকা হেলেনা বেগম, শিক্ষার্থী অঙ্গন শিকদার প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি নূরুজ্জামান লিটন, প্রভাষক মোতালেব হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মজিবর রহমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল হোসেন আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন বেপারী, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি রহমান আল নোমান, যুব সংহতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টুকু প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়