পাচার অর্থ ফেরাতে আট দেশের সঙ্গে চুক্তি চায় দুদক

আগের সংবাদ

টেকসই জ্বালানি নিরাপত্তায় নজর : দেশীয় গ্যাস-কয়লা উত্তোলন, তেলের মজুত ও পরিশোধন সক্ষমতা বাড়ানো, পাইপলাইনে ডিজেল আমদানি

পরের সংবাদ

মূল দলের আগে ঢাকা আসছে ভারত ‘এ’ দল

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আগামী এক ডিসেম্বর দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে রোহিত শর্মারা। তার আগে বাংলাদেশ সফরে আসবে ভারতের ‘এ’ দল। চলতি মাসের ২৫ তারিখে দুইটি অনানুষ্ঠানিক চারদিনের ম্যাচ খেলবে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল এই সফরের সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোনো ভেন্যুতে খেলা হবে, সেটা অবশ্য এখনো নিশ্চিত করেনি বোর্ড।
প্রথম চারদিনের ম্যাচটি গড়াবে ২৯ নভেম্বর। ৬ ডিসেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় চারদিনের ম্যাচ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তামিম ইকবালের দল মাঠে নামবে ৪ ডিসেম্বর। পরবর্তী দুই ম্যাচ ৭ ও ১০ ডিসেম্বর মাঠে গড়াবে। সব ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপরে ১৪ তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট, যা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২২ তারিখ শুরু হবে ২য় টেস্ট। শেষ টেস্ট মাঠে গড়াবে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে।
বিশ্বকাপ মিশন শেষে টাইগারদের চোখ এখন আসন্ন ভারত সিরিজে। মিরপুরে চলছে তামিম-রিয়াদদের প্রস্তুতি। শেষ সময়ের প্রস্তুতি সারছে বিসিবিও। তারকায় ঠাসা পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে ভারত। ব্যর্থতা-সাফল্য আর আলোচনা-সমালোচনা সব মিলিয়ে স্মরণীয় এক বিশ্বকাপ শেষে সদ্যই দেশে ফিরেছে টাইগাররা। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ওপেনিংয়ের ব্যর্থতা নয়, টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ ভুগেছে মিডল অর্ডারের খেই হারানো ব্যাটিংয়ে।
এদিকে শেষ হয়েছে টাইগারদের এ বছরের টি-টোয়েন্টি ফরম্যাটের হিসাব-নিকাশ। এখন শুধু চোখ অতি গুরুত্বপূর্ণ ভারত সিরিজে। মাঠে নামার পালা তামিম-রিয়াদদের। ভারত-বাংলাদেশ খেলা মানেই আকাশ ছোঁয়া উত্তেজনা। বোর্ড-ম্যানেজমেন্টও একই রকম গুরুত্বের সাথে দেখছেন আসন্ন ভারত সিরিজকে। এ প্রসঙ্গে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ইন্ডিয়া সিরিজ অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে মিটিং হয়েছে, আমরা ফ্যাসিলিটিজগুলো সরেজমিনে দেখছি। আপনারা অলরেডিই জানেন যে, ঢাকা এবং চট্টগ্রামে ভেন্যু ঠিক করা হয়েছে।’
গ্রাউন্ডস কমিটিকে সঙ্গে নিয়ে মাঠ, মিডিয়া সেন্টার কিংবা প্রেসবক্স- মিরপুরে যতটা সম্ভব পরিদর্শন করে প্রস্তুতির সব পরিকল্পনাই আঁটছেন কর্তা ব্যক্তিরা। এ প্রসঙ্গে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন,‘ইন্টারন্যাশনাল যেকোনো টিমের যেসব রিকোয়্যারমেন্টস থেকে থাকে, ইন্ডিয়ার রিকোয়্যারমেন্টসও অনেকটা একই রকম। সে অনুযায়ীই আমাদের প্ল্যান করা থাকে। সেভাবেই আমাদের কাজগুলো চলছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়