পাচার অর্থ ফেরাতে আট দেশের সঙ্গে চুক্তি চায় দুদক

আগের সংবাদ

টেকসই জ্বালানি নিরাপত্তায় নজর : দেশীয় গ্যাস-কয়লা উত্তোলন, তেলের মজুত ও পরিশোধন সক্ষমতা বাড়ানো, পাইপলাইনে ডিজেল আমদানি

পরের সংবাদ

বিভিন্ন স্থানে ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : দেশের বিভিন্ন উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় বিভিন্ন সরকারি দপ্তর তাদের ডিজিটাল সেবা জনগণের সামনে তুলে ধরে। প্রতিনিধিদের পাঠানো খবর-
বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ?্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা, সহকারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম, বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগির কবির আলমাছ প্রমুখ। পরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে মেলার সমাপ্তি হয়। উল্লেখ্য, বিভিন্ন দপ্তরের ৩০টি স্টল মেলায় অংশগ্রহণ করে।
বাকেরগঞ্জ (বরিশাল) : বাকেরগঞ্জে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া। উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্রশীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. লোকমান হোসেন ডাকুয়া। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেনের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসা ইবনে সাঈদ, সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, দায়িত্বপ্রাপ্ত আইসিটি কর্মকর্তা চৌধুরী শওকত হোসেন, আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক সৈয়দ মোজাম্মেল, জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মানিক হোসেন হাওলাদার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, শিক্ষক, ছাত্র-ছাত্রী, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলীকদম (বান্দরবান) : আলীকদমে সরকারি ৩০টি দপ্তর তাদের ডিজিটাল সেবা মেলার মাধ্যমে জনগণকে অবহিত করবে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এসিল্যান্ড আরিফ উল্লাহ নিজামী, সহকারি প্রোগ্রামার মৃন্ময় দাশ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ প্রমুখ। প্রেস ব্রিফিংয়ে ইউএনও মেহরুবা ইসলাম বলেন, সরকার জি টু জি এবং জি টু পি (গভর্মেন্ট টু গভর্মেন্ট এবং গভর্মেন্ট টু পিপলস্) পর্যায়ে ডিজিটাল সেবা দিচ্ছে। জনগণ পর্যায়ে মোবাইল ব্যাংকিং এবং সরকারি দপ্তরের সেবাগুলো আইবাস সিস্টেমে দেওয়া হচ্ছে। এই সেবাগুলোর সুফল জনগণের মাঝে পৌঁছে দিতে ডিজিটাল মেলার আয়োজন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে উপজেলায় অনুষ্ঠিতব্য ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি দপ্তরসমুহ, এনজিও এবং ইসলামী ব্যাংক তাদের ডিজিটাল পরিসেবাগুলো তুলে ধরবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়