পাচার অর্থ ফেরাতে আট দেশের সঙ্গে চুক্তি চায় দুদক

আগের সংবাদ

টেকসই জ্বালানি নিরাপত্তায় নজর : দেশীয় গ্যাস-কয়লা উত্তোলন, তেলের মজুত ও পরিশোধন সক্ষমতা বাড়ানো, পাইপলাইনে ডিজেল আমদানি

পরের সংবাদ

গভীর সমুদ্রে ট্রলার ডুবি : তিন মাস পর বাড়ি ফিরলেন ভারতে আটক ১১ জেলে

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) থেকে : প্রায় তিন মাস ভারতে আটক থাকার পর গতকাল বুধবার বাউফল, ভোলা ও বরিশালের ১১ জেলে বাড়ি ফিরেছেন। গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে ওই জেলেরা ভারতীয় জল সীমানায় চলে যাওয়ায় তাদের আটক করেছিল ভারতীয় পুলিশ। ৮৩ দিন পর বাড়িতে ফিরে আসায় স্বজনদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে ওই ১১ জেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। জেলেদের মধ্যে ৯ জন বাউফলের, একজন ভোলার লালমোহনের নাজিরপুর গ্রামের এবং অন্যজন বরিশালের মেহেন্দিগঞ্জের শ্রীপুর গ্রামের বাসিন্দা।
ফেরত আসা জেলেরা হলেন- বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের মো. বাবুল ব্যাপারী (৫০), জসিম উদ্দিন বয়াতী (৪০), আবুল মাতব্বর (৪৮), মো. সুমন (৩০), সোহরাব মাঝি (৩৭), সবুজ ব্যাপারী (৪৫), কামাল সরদার (৪০), কায়েস হাওলাদার (৩৫) ফিরোজ খলিফা (৪০), ভোলার লালমোহন উপজেলার নাজিরপুরের গ্রামের মোহতাহার (৪০) এবং বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের করিম হোসেন (৩৫)।
গত ১৭ আগস্ট চন্দ্রদ্বীপ ইউনিয়নের মো. বাবুল ব্যাপারীসহ ১২ জন জেলে এফবি সামিরা নামের ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। ১৯ আগস্ট মাছধরা অবস্থায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। জেলেরা বাঁশ ও প্লাস্টিকের জার ধরে ভাসতে থাকে। এ সময় সমুদের প্রচণ্ড ¯্রােতে জসিম হাওলাদার (২০) নামের এক জেলে নিখোঁজ হয়ে যান। তার খোঁজ আজো মেলেনি। বাকি ১১ জেলে ১৭ ঘণ্টা সমুদ্রে ভেসে থাকার পরে ২০ আগস্ট ভারতের তালপট্টি জঙ্গলে আশ্রয় নেন। পরদিন জোনাব মোল্লা নামের এক ভারতীয় জেলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে ভারতীয় পুলিশ তাদের থানায় নিয়ে বিস্তারিত জেনে জোনাব মোল্লার জিম্মায় রাখেন। আইনি প্রক্রিয়ার কারণে প্রায় তিন মাস ভারতে থাকতে হয় তাদের।
বাড়ি ফিরে আসা জেলে মো. বাবুল ব্যাপারী বলেন, ঝড়ের কবলে আমাদের ট্রলার ডুবে যায়। পরে ভাসতে ভাসতে ভারতে প্রবেশ করি। আমরা কোনো অপরাধ করিনি। তারপরেও আইনি প্রক্রিয়ায় দীর্ঘদিন আমাদের ভারতে আটক থাকতে হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন বলেন, জেলেদের দেশে ফিরিয়ে আনতে স্থানীয় এমপি ও জেলা প্রশাসক আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়