পাচার অর্থ ফেরাতে আট দেশের সঙ্গে চুক্তি চায় দুদক

আগের সংবাদ

টেকসই জ্বালানি নিরাপত্তায় নজর : দেশীয় গ্যাস-কয়লা উত্তোলন, তেলের মজুত ও পরিশোধন সক্ষমতা বাড়ানো, পাইপলাইনে ডিজেল আমদানি

পরের সংবাদ

উলিপুর আবাসন প্রকল্প : চাঁদা না দেয়ায় হামলা, আহত ৩

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গম চরাঞ্চল চর-জলঙ্গার কুঠি আবাসন প্রকল্পে আশ্রিত একটি অসহায় পরিবারের ওপর হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। হামলায় তিনজন আহত হয়েছেন। গত শনিবার মধ্য রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই আবাসন প্রকল্পের বাসিন্দা আ. কাদেরের (বাবু) বাড়িতে রয়েছে তার অন্তঃসত্ত্বা মেয়ে লতা বেগম। তার চলাফেরার সুবিধার্থে বাসার বারান্দার একটি টিন খুলে ফেলেন আ. কাদের। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন সন্ধ্যায় পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে স্থানীয় কিছু সন্ত্রাসী। টাকা দিতে রাজি না হলে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে হামলা চালায় ছয় থেকে সাতজন সন্ত্রাসী। এতে আ. কাদের, তার স্ত্রী লাইলী বেগম ও মেয়ে লতা বেগম আহত হয়েছেন। এ আ. কাদের ও তার মেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আর লাইলী বেগমকে গুরুতর অবস্থায় উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, চিহ্নিত ওই সন্ত্রাসীরা স্থানীয় প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় থেকে এলাকায় নানা রকম প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন।
আ. কাদের বলেন, ‘বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি। এ অবস্থায় ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী মাহবুব, কাশেম, আফজাল, গোবদুল, নালু, মহাব্বত ও কাশিমের নাম উল্লেখ করে থানায় ও ভূমি অফিসে লিখিত অভিযোগ করেছি।’
এ ব্যাপারে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার আসাদুজ্জামান এরশাদ বলেন, ‘ওই ব্যক্তি আবাসনের ঘরের টিন খুলে বিক্রি করার চেষ্টা করায় সেখানে নাকি মারামারি হয়েছে।’
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়