পুণ্যস্নানে শেষ হবে সুন্দরবনের রাসমেলা

আগের সংবাদ

মিলছে আইএমএফের ঋণ > বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা যে কোনো সময়ের চেয়ে ভালো : রাহুল আনন্দ

পরের সংবাদ

অবশেষে শর্তসাপেক্ষে ঢাকায় আসছেন নোরা

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : নানা জটিলতার পর অবশেষে ঢাকায় আসার অনুমতি পেয়েছে বলিউডের জনপ্রিয় ডান্সার নোরা ফাতেহি। কিন্তু ঢাকায় এসে তিনি কেবল একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নিতে পারবেন। এর বাইরে কোনো কাজে অংশ নিতে পারবেন না নোরা। আগামী ১৮ নভেম্বর তাকে আসার অনুমতি দিয়ে উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে পাঁচ শর্তে কানাডার নাগরিকত্ব পাওয়া নোরাকে ঢাকার আসার অনুমতি প্রদানের কথা জানানো হয়। এতে জানানো হয়, এই শুটিংয়ের বাইরে নোরা ফাতেহি আর কোনো কাজে বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। সঙ্গে উক্ত ডকুমেন্টারি নির্মাণের পর ছাড়পত্র নিতে হবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে। এটাও বলা হয়, আয়োজকদের পক্ষ থেকে শর্ত ভঙ্গ করা হলে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত হবে। জানা গেছে, নোরা ফাতেহি মূলত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে ১৮ নভেম্বর বাংলাদেশে আসছেন। ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সেই অনুষ্ঠানে পারফর্ম করবেন। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়