গ্রেপ্তার ৭ : ইশরাকসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আগের সংবাদ

শর্তগুলো কঠিন হলেও যৌক্তিক : আইএমএফের শর্ত মেনেই ঋণ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, ব্যাংক ঋণের সুদ বাড়ানোর প্রস্তাবে ব্যবসায়ীদের আপত্তি

পরের সংবাদ

বাছাইপর্বে নয় মূল পর্বে খেলবে টাইগাররা

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচে গতকাল পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। তবে পরবর্তী বিশ্বকাপে র‌্যাংঙ্কিয়ে এগিয়ে থাকার ভিত্তিতে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে টাইগাররা।
২০২৪ সালেরর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। সেখানে অংশ নিবে ২০টি দেশ। গত ৩১ মে এক বিবৃতিতে আইসিসি আগামী বিশ্বকাপের বাছাইপর্বের জন্য নতুন বাছাই পদ্ধতির কথা জানায়। বিবৃতিতে বলা হয়, আগামী বিশ্বকাপের ১২ দলের আটটি নির্ধারিত হবে এই আসরের সুপার টুয়েলভের দুই গ্রুপ থেকে। এ-গ্রুপের চারটি এবং বি-গ্রুপের চারটি মোট আটটি দল খেলবে সরাসরি আগামী বিশ্বকাপ। সঙ্গে যোগ দেবে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। সেই হিসেবে এ-গ্রুপ থেকে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা এবং বি-গ্রুপ থেকে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ড। আর স্বাগতিক দেশ হিসেবে খেলবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
পাশাপাশি র‌্যাংঙ্কিয়ে ১০ ভিতরে থাকার ভিত্তিতে মুল পর্বে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়