নিশ্চিত মৃত্যু থেকে ইমরান খানকে বাঁচালেন এক যুবক : প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দিকে সন্দেহের তীর

আগের সংবাদ

এ মরণফাঁদ থেকে মুক্তি মিলবে কবে?

পরের সংবাদ

সাবিনার নৈপুণ্যে চ্যাম্পিয়ন ধিবেহি সিফাইঙ

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন অধিনায়ক সাবিনা খাতুন। দেশের গন্ডিতে ছাপিয়ে দেশের বাইরেও তিনি স্বমহিমায় উজ্জ্বল। এবার মালদ্বীপে দুর্দান্ত এক মৌসুম পার করেছেন তিনি। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরমেন্স করে ধিবেহি সিফাইঙ ক্লাবকে চ্যাম্পিয়ন করেছেন তিনি।
গত বৃহস্পতিবার রাতে মালদ্বীপের ঘরোয়া ফুটসাল ফুটবলের ফাইনালে সাবিনা-সুমাইয়ার দল ধিবেহি সিফাইঙ ১০-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রতিপক্ষ এমপিএলকে। মৌসুম জুড়ে দারুণ পারফরমেন্স করা সাবিনা ফাইনালেও করেছেন চার গোল। ফলে জিতেছেন ফাইনালসেরা, টুর্নামেন্টসেরা এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে সাবিনার। ২০১৫ সাল থেকে তিনি জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন। ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী দল তার নেতৃত্বে এবং অসাধারণ নৈপুণ্যে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়