নিশ্চিত মৃত্যু থেকে ইমরান খানকে বাঁচালেন এক যুবক : প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দিকে সন্দেহের তীর

আগের সংবাদ

এ মরণফাঁদ থেকে মুক্তি মিলবে কবে?

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রতিবাদ সভা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরের বাঘড়ায় বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর-দোহার সড়কের রুদ্রপাড়া এলাকার ইমরান বেপারী অটো গ্যারেজে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হারুন খাঁ, ইউপি সদস্য মো. ইসমাইল, ব্যবসায়ী মনির বেপারী , আমিনুল খাঁ, মো. রহমান, রুবেল মাঝি, আব্দুল রশিদ, রাসেল, চাঁন খাঁ, কাইয়ুম বেপারী, নাজির চোকদার প্রমুখ। রুদ্রপাড়া গ্রামের আব্দুল মালেক খান ও কাইয়ুম বেপারীদের জমি নিয়ে বিরোধ মীমাংসা হয় ২ মাস আগে। এর কিছুদিন পর আব্দুল মালেক খান ১১ জনকে আসামি করে আদালতে মামলা করেন।

যুবক গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে সাত পিস নেশার এম্পলসহ রাব্বি আলামিন ওরফে মিশু (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার ইয়ার্ড কলোনী জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। রাব্বি উপজেলার সাঁতাহার এলাকার লালু মণ্ডলের ছেলে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় জামে মসজিদের সামনে রাস্তায় মাদক বিক্রি করার সময় রাব্বি আলামিন ওরফে মিশুকে আটক করার পর শরীর তল্লাশি করে সাত পিস নেশার এম্পল ইনজেকশন পাওয়া যায়। এ ব্যাপারে থানায় মামলা করার পর গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মেডিকেল ক্যাম্প

শুভ সরকার, নড়াইল থেকে : শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের উদ্যোগে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সহযোগিতায় নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার আর.বি.এফ এম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের সভাপতি ডা. শরীফ শামীম আতীকের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, সাবেক যুগ্ম সচিব এটিএম মহিউদ্দিন, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু।

বাজার উদ্বোধন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় জমাদ্দার মৎস্য বাজার উদ্বোধন করা হয়েচে। গতকাল শুক্রবার সকালে এ উফলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া জমাদ্দার মৎস্য বাজারের প্রোপাইটর আব্দুল লতিফ জমাদার। প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া থানার ওসি সেখ কনি মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন রুমা পারভীন, উপজেলা কৃষি অফিসার মো. ইনসাদ ইবনে আমিন, সমাজ সেবক মোল্লা আবুল কাশেম।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ নাজিবুর রহমান নাজু, এম এম সুলতান আহমেদ, আবু সাঈদ সরদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার প্রমুখ। সঞ্চালনা করেন শিক্ষক শফিকুল আলম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়