বাংলা একাডেমির তিনটি পুরস্কার ঘোষণা

আগের সংবাদ

মহাসড়কে পদে পদে মরণফাঁদ :

পরের সংবাদ

ন্যায্যমূল্য কর্মসূচি : গোবিন্দগঞ্জে কার্ড বঞ্চিতদের বিক্ষোভ

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নে সরকারের ন্যায্যমূল্য কর্মসূচির কার্ডধারীদের হয়রানি বন্ধসহ অবিলম্বে চাল দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার শালমারা রেলস্টেশনে বিকাল ৪টার দিকে শালমারা ইউনিয়নের ন্যায্যমূল্যের কার্ডবঞ্চিতদের আয়োজনে ও সুবিধাবঞ্চিত আব্দুস সালামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টি উপজেলা শাখার সভাপতি এম এ মতিন মোল্লা।
সাংবাদিক আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেএসডি উপজেলা শাখার সভাপতি আইয়ুব হোসেন সরকার, বাসদ উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক, জাসদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ লিটন, কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মোবারক মামুন, ফেয়ারপ্রাইজের সুবিধাবঞ্চিত ভুক্তভোগীদের পক্ষে খলিলুর রহমান, গোলাম হোসেন, বুলবুলি, রোকেয়া বেগম ও বুলি বেগম প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা কার্ডধারীদের হয়রানি বন্ধ করে অবিলম্বে অনলাইনসহ চাল দেয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়