জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা

আগের সংবাদ

বিএনপি বাড়াবাড়ি করলে ফের জেলে পাঠানো হবে খালেদাকে

পরের সংবাদ

রিজওয়ানকে হটিয়ে শীর্ষে সূর্য

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। প্রায় প্রতি ম্যাচেই রান করে দলকে এগিয়ে নিচ্ছেন তিনি। এবার টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১ নাম্বারে উঠে এসেছেন যাদব। এতদিন শীর্ষে ছিলেন পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। জিম্বাবুয়ের বিপক্ষে ভালো বল করার সুবাদে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন মোস্তাফিজুর রহমান।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৫ রানে আউট হয়ে গেলেও পরের দুই ম্যাচে পেয়েছেন অর্ধশতকের দেখা। গতকাল বাংলাদেশের বিপক্ষেও খেলেন ৩০ রানের মারকুটে ইনিংস। নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৫১ রানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ৬৮। প্রায় দুই মাস টি-টোয়েন্টি ব্যাটার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। গত বছর মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সূর্যকুমার এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ৪০.৬৫ গড়ে করেছেন ১১৭৯ রান। ১১টি অর্ধশতকের পাশাপাশি করেছেন ১টি শতক। চলতি বছর যাদব করেছেন একটি সেঞ্চুরিসহ ৯৩৫ রান। সব কন্ডিশন ও প্রতিপক্ষের বিপক্ষে সফল সূর্যকুমারের রেটিং পয়েন্ট ৮৬৩। অন্যদিকে দুইয়ে নেমে যাওয়া রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮৪২। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা রুশো ১৭ ধাপ উন্নতি করে উঠে এসেছেন অষ্টম স্থানে। অন্যদিকে ৫ ধাপ উন্নতি করে গেøন ফিলিপস অবস্থান নিয়েছেন সপ্তম স্থানে।
এদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে রশিদ খানের সঙ্গে ব্যবধান কমিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৬৯৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ উন্নতি করে হাসারাঙ্গা উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। রশিদ খান ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে আছেন শীর্ষে। বিশ্বকাপে উইকেট শিকার করা স্যাম কারান ৬৬৫ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান নিয়েছে ষষ্ঠ স্থানে। পাশাপাশি অ্যানরিখ নরকিয়া উঠে এসেছেন সেরা দশে। টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ের প্রতিফলন পড়েছে র?্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় সাত ধাপ এগিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। মুস্তাফিজ আছেন ৪১তম স্থানে। সাকিব আল হাসান বোলারদের র?্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে ৩৬তম স্থানে আছেন। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়