জি এম কাদের : ৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দিবে জাপা

আগের সংবাদ

নাটকীয় সমঝোতার পথে জাপা :

পরের সংবাদ

‘অন্নপূর্ণা’ মৌসুমী

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি সিনেমার কাজ নিয়ে কিছুটা ব্যস্ত হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। কিছুদিন আগে ‘সোনার চর’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন। এরই মধ্যে প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত সিনেমা ‘দেশান্তর’।
এ সিনেমায় ‘অন্নপূর্ণা’ হয়ে আসছেন নায়িকা মৌসুমী। দেশভাগের পটভূমিতে সরকারি অনুদানে কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘দেশান্তর’ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সিনেমার পরিচালক আশুতোষ সুজন জানান, ‘গত সেপ্টেম্বরে ‘দেশান্তর’ মুক্তি দিতে চেয়েছিলাম। বিভিন্ন কারণে সিনেমার কাজ শেষ করতে পারিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি দেব।’ উপন্যাসের নামে এ সিনেমার নামও রাখা হয়েছে ‘দেশান্তর’।
সিনেমার মুক্তি সামনে রেখে সম্প্রতি চট্টগ্রামের একটি হলে ট্রেলার দেখানো হয়। দেশান্তরে প্রধান নারী চরিত্র অন্নপূর্ণা হিসেবে নায়িকা মৌসুমীর বিপরীতে দেখা যাবে অভিনেতা আহমেদ রুবেলকে। এছাড়া ইয়াশ রোহান, রোদেলা, মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিকসহ আরো অনেকে এ সিনেমায় অভিনয় করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়