ঢাকার রাশিয়ান হাউজ : স্পুতনিক উৎক্ষেপণের ৬৫তম বার্ষিকী উদযাপন

আগের সংবাদ

উত্তপ্ত রাজপথে পাল্টাপাল্টি শোডাউন

পরের সংবাদ

পাইলিংয়ের সময় শ্রমিক নিহত

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর শনিরআকড়া এলাকায় পাইলিংয়ের কাজ করার সময় খুটি পড়ে আজাদ (২৪) নামে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
আজাদের সহকর্মী মো. আশরাফ জানান, তার বাড়ি জামালপুর মেলান্দহ উপজেলায়। বাবার নাম দিলদার আলী। ১৫ দিন ধরে শনিরআখড়া চৌরাস্তা এলাকায় ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন। সেখানেই থাকতেন। গতকাল সকালে পাইলিংয়ের কাজ করার খুটি ভেঙে তার উপরে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়