৫ জন গ্রেপ্তার : বিমানের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস

আগের সংবাদ

ব্যর্থ মেটার হরাইজন ওয়ার্ল্ডস

পরের সংবাদ

আসছে ‘কথামৃত’

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

অনেক ক্ষেত্রেই না বলা কথা সহজেই বুঝে যান ভালোবাসার মানুষেরা। তাদের সব সময় সব কথা মুখ ফুটে বলতে হয় না। কিন্তু সব সময় কি তা সম্ভব হয়! না বলা কথা বোঝার ক্ষমতা রোমান্টিসিজম হলেও বাস্তব জীবনে যদি সত্যিই কেউ বাকশক্তি হারান, সেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। কারণ প্রকৃত অর্থে একটি মানুষের সব কথা বোঝা কি আদৌ সম্ভব! সম্পর্কের কথোপকথের গুরুত্ব নিয়েই জিৎ চক্রবর্তীর আগামী ছবি ‘কথামৃত’। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আগেও কাজ করেছেন। তবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে এই প্রথম পর্দায় আসছেন অপরাজিতা আঢ্য। সৌজন্যে ‘কথামৃত’। ছবির গল্পে দেখা যায়, ছেলে ঋককে নিয়ে সুখের সংসার সনাতন (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সুলেখার (অপরাজিতা আঢ্য)। পাড়ার সবাই তাদের আদর্শ দম্পতি বলেই জানেন। তবে সনাতন কথা বলতে পারেন না। মনের ভাব প্রকাশের জন্য পকেটে সব সময় একটি ডায়েরি রাখেন সনাতন। স্ত্রী সুলেখা তার সেই ডায়েরির নাম দিয়েছেন ‘কথামৃত’। অন্যদিকে বাবুন (বিশ্বনাথ বসু) এবং অনন্যা একই পাড়ার আরো একটি দম্পতি। তারা অবশ্য দুজনেই কথা বলতে পারেন। তারপরও বোঝাপড়ার অভাবে নিত্যদিনই তাদের ঝগড়া লেগে থাকে। কীভাবে কথা না বলেও একে অপরের সঙ্গে সুখের স্বর্গ তৈরি করেছেন সনাতন ও সুলেখা অথচ কথা বলতে পেরেও সেখানে ব্যর্থ বাবুন ও অনন্যা, সেকথাই উঠে আসবে ছবির গল্পে। রথযাত্রার দিন প্রকাশ্যে আনা হয়েছিল ‘কথামৃত’র প্রথম পোস্টার। এবার ঘোষণা হলো ছবির দিন। অপরাজিতা আঢ্য জানান, ‘চরিত্রটা খুবই বেশি কথা বলে। একটা দম্পতির গল্প, তাদের মধ্যে একজন কম কথা বলে ও আরেকজন বেশ কথা বলে। খুব মিষ্টি ফ্লেভারের একটা ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায় আমার স্বামীর চরিত্রে অভিনয় করছেন। কৌশিক দা আছেন বলেই এই ছবিটা করতে রাজি হয়েছি।’ অন্যদিকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতে, একটি চরিত্রের পুরো ছবিতে কোনো সংলাপ নেই, সেটা খুবই চ্যালেঞ্জিং, তাই এই চরিত্রটি তিনি বেছে নিয়েছেন। আগামী ১৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘কথামৃত’। এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে ‘কথামৃত’। ছবিতে আরো দুটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিশ্বনাথ বসু ও অদিতি চট্টোপাধ্যায়। ছবির পরিচালক জিত চক্রবর্তী জানান, ‘এটি কৌশিক গাঙ্গুলী ও অপরাজিতা আঢ্যর এক অনন্য জীবনের গল্প। মানুষের জীবনে কথা যে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়েই এই ছবি। প্রতিটি সম্পর্কের বুননে কথার গুরুত্ব এই কথামৃত। ছবিটি মুক্তি পাবে ‘জালান প্রোডাকশন’-এর ব্যানারে, প্রযোজনায় প্রীতম জালান।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়