এএফসি কাপ অনূর্ধ্ব-১৭ বাছাই : ভুটানকে হারাল বাংলাদেশ

আগের সংবাদ

তিস্তা পাড়ে চীনা রাষ্ট্রদূতের আকস্মিক সফর : তিন দেশে আলোচনায় নতুন মাত্রা

পরের সংবাদ

গাড়ির মত ইঞ্জিন এবার বাইকে

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ট্রায়াম্ফ আনতে চলেছে তাদের নতুন প্রিমিয়াম বাইক, বনভিল ববার। বাইকের এক্স শোরুম দাম ১২.০৫ লক্ষ টাকা। এটি ট্রায়াম্ফের স্পিডমাস্টারের সিঙ্গল-স্যাডল মডেল। এই বাইকে আপনি পাবেন গাড়ির মত ইঞ্জিন। এতে আছে ১ হাজার ২০০ সিসির প্যারালাল টুইন ও লিকুইড কুলড ইঞ্জিন। রয়েছে ৬ টি স্পিড গিয়ার বক্স ও টর্ক অ্যাসিস্ট ক্লাচ। এই ইঞ্জিন আপনাকে দিতে পারে সর্বোচ্চ ৪ হাজার আরপিএম এ ১০৬ নিউটন মিটারের টর্ক। এ ছাড়া, সামনে ও পিছনের চাকায় দেওয়া রয়েছে ডিস্ক ব্রেক। সাসপেনশন ডিউটির জন্য আছে ৪৭ এমএম কার্টিজ টাইপ টেলিস্কোপিক ফর্ক-সহ ১৬ ইঞ্চির চাকা। এ ছাড়াও এই বাইকে রয়েছে অ্যাডজাস্টেবেল ফ্লোটিং সিট। দুই ধরনের রাইডিং মোড- রেন ও রোড। সঙ্গে পাবেন এলইডি টেল লাইট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়