এএফসি কাপ অনূর্ধ্ব-১৭ বাছাই : ভুটানকে হারাল বাংলাদেশ

আগের সংবাদ

তিস্তা পাড়ে চীনা রাষ্ট্রদূতের আকস্মিক সফর : তিন দেশে আলোচনায় নতুন মাত্রা

পরের সংবাদ

কার্বন নিঃসরণ নয়, পরিষ্কার করবে গাড়ি!

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

যদি এমন হতো, দূষিত কার্বন নির্গমন তো করবেই না, উল্টো পরিবেশ থেকে কিছুটা শুষে নেবে গাড়ি। জেম নামের ধূসর রঙের দুর্দান্ত এই স্পোর্টিং কার এই কাজটিই করতে সক্ষম। রাস্তায় বাতাস থেকে কার্বন পরিষ্কার করতে করতে এগোবে এটি। এমন সাই-ফাই কারটি তৈরি করেছে নেদারল্যান্ডসের আইন্ডহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজির ৩৫ শিক্ষার্থীর একটি দল। চলমান টিইউ/ইকোমোটিভ প্রকল্পের অংশ হিসেবে তাদের এই উদ্ভাবন।
এ গাড়ির নিচে রয়েছে একটি কার্বন ধারণকারী যন্ত্র। এর মাধ্যমে সৌর-ব্যাটারিতে চলা গাড়িটি নিঃসরণের চেয়ে বেশি পরিমাণ কার্বন ড্রাই অক্সাইড শোষণ করে ও জমিয়ে রাখে। বর্জ্য ও নির্গমন কমাতে গাড়ির বডি ও ফ্রেমে ব্যবহার করা হয়েছে থ্রিডি পেইন্ট করা পুরোনো প্লাস্টিক। অভ্যন্তরীণ সজ্জায় লাগানো হয়েছে আনারস থেকে তৈরি চামড়া। এ শিক্ষার্থীরা আশা করেন এ কার্বন ক্যাপচার প্রযুক্তি বিদ্যমান যানবাহনে পরিবর্তন আনবে। ভবিষ্যতে কোটি কোটি গাড়ি থেকে কার্বন নিঃসরণের পরিমাণ কিছুটা হলেও কমাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়