জাতীয় বিশ্ববিদ্যালয় : মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ

আগের সংবাদ

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে দুর্ভোগ

পরের সংবাদ

শরৎ

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বর্ষা বিদায় নিলেও রেখে যায় যৌবনের স্মৃতি,
মাঠে আর খালে বিলে, ডোবায় নালায়,
ধানের ক্ষেতে আর কচুরিপানায়!
গাঁয়ের পথেঘাটে, সবখানে রেখে যায় স্মৃতি,
হয়ত বিদায়ে তার রেখে যাওয়া বিষণ্নতার গীতি।
বিষণ্নতা একটা রোগ, প্রকৃতির এত সুখ, বিষণ্নতা যায় না।
হয়তো চেয়েছে যা, মনের মতন করে পায় না।

তাই তার মন ভার, উড়ে উড়ে সাদা মেঘে,
বর্ষা হারানো নদীতীর ক্রমশ ছেয়ে যায় শুভ্র কাশফুলে,
হলুদ ফড়িং ওড়ে নদীতটে, পালতোলা নৌকার গলুইয়ে কভূ বসে।
আবার অস্থির হয়ে ওড়ে সে, উড়তেই থাকে,
এভাবেই উড়ে উড়ে কখন যে হারায় কোন বাঁকে।

শুধু পোয়াতি ধানের ক্ষেত, লাজবন্তীরাগে অনুরাগে,
নুয়ে পড়ে, সোনালি আভায় তার মুখ,
ঝলমল করে সে জানান দিয়ে যায় প্রসবের সুখ।
পূর্ণ যৌবনা চাঁদ সুধা ঢালে অপার কৃপায়,
সোনালি ধানের ক্ষেতে শরতের স্মৃতি রেখে যায়!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়