জাতীয় বিশ্ববিদ্যালয় : মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ

আগের সংবাদ

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে দুর্ভোগ

পরের সংবাদ

লুডো

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

একটা ছক্কা দাও হে ঈশ্বর,
এই শেষ দানে অন্তত একটা ছক্কা দাও।
এত এত মোমজোছোনা কেমন যেন
মিথ্যা লাগে, মিথ্যা লাগে, ভয় হয়
এই বুঝি সব মিথ্যা লিপস্টিকের পিছনে খিদে জেগে ওঠে।
শুধু একটা ছক্কা, ব্যস্ত শহরে সব এত এত লোভ
মুখোশের মাঝে কোনো মলের কোন এক কোণায় সে আটকে আছে?
না হয় না, পরে পাওয়া শেষ দানেও শুধু একটি পুট!
ক্লান্তিকর এক দগ্ধ দুপুরের তৃষার্ত চোখে একটা আবছায়া,
আবছায়া রঙ তুমি জানো?
এই রঙের শেডে আশা থাকে ভরসা থাকে না।

তবুও এত এত অনিয়ন্ত্রিত আবছায়ার মাঝে,
খেলা চলতে থাকে, খেলা আর ছলার মাঝে
সংখ্যা একটা ধ্রæবক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়