জাতীয় বিশ্ববিদ্যালয় : মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ

আগের সংবাদ

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে দুর্ভোগ

পরের সংবাদ

বনলতা ও দ্বিতীয় পুরুষ

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

একটা অগাধ শূন্যতার মাঝে দ্বিতীয় পুরুষ
তোমার কাছে বার্তা হয়ে এলো,
আমি জানি, মধ্যদুপুরের নির্জনতায়,
তুমি ওর সাথে কথা বলো।

সেপ্টেম্বরের নিম্ন চাপ, যখন শহরকে গিলে ফেলে,
তোমরা তখন একে অপরকে চুমু খাও।

অনাথ হয়ে পড়ে থাকে
আমার পাঞ্জাবি ও কবিতা লেখা বইগুলো
তোমরা সব কিছু ভুলে
একে অপরের শরীরে বৃষ্টি মাখাতে মত্ত হয়ে যাও
ওদের সামনেই,

বিকল্প প্রেম নাকি পান্থশালা?
আমি জানি না …

বই এর টেবিলে উল্টানো খাতার ভেতর
কলমের মতো আমি জেগে থাকি-

আমি সব জানি বনলতা
আমি সব জানি।

তবুও শেষ জীবনে নতুন করে একটা
প্রেমের কবিতা লিখব বলে আমি চুপ করে থাকি।

শুধু হেরে যাওয়া সৈনিকের মতো
তোমার দিকেই চেয়ে থাকি,

আমি সব জানি বনলতা
আমি সব জানি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়