জাতীয় বিশ্ববিদ্যালয় : মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ

আগের সংবাদ

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে দুর্ভোগ

পরের সংবাদ

শরৎ সন্ধ্যা

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বছর বছর আসা-যাওয়া হয় দুর্গা দেবীর
কখনো গজে, কখনো নৌকায় বা অশ্বে
পিত্রালয়ে আসেন শরতের কাশফুল এর দোলায়,
অতসী বর্ণে।
সেই সময় থেকে ব্যতিক্রম হয়নি দুর্গার,
কেবল হয়েছে তোমার।
ট্রেন ছাড়লো,
ঝিকঝিক যত দ্রুত হয়, বুকের ভেতর
কাঠি দুটোর গতিও বাড়তে থাকে।
তবু ফিরলে না,
সেই মৃৎশিল্পীর তুলির পরশ আর নিলে না,
নিয়ন আলোয় চাপা হাসি দেখার কেউ রাখলে না,
কাজলটানা চোখের ঝলকে
লুকোচুরি কথা আর হবে না,
সরাসরি যোজন দূরত্বে, ভাসান দিয়ে,
কারও পূজিতা হবে নতুন করে।
নীলকণ্ঠ বরাবরই কৈলাসে
নির্মীলিত নয়নে,
বিরহ আর প্রতীক্ষায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়