জাতীয় বিশ্ববিদ্যালয় : মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ

আগের সংবাদ

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে দুর্ভোগ

পরের সংবাদ

শরৎ স্নিগ্ধতা

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শরতের মৃদু বায়ে ঝাউ গাছ দোলে
কুল কুল স্রোত বয় শান্ত নদী জলে,
শুভ্র কাশফুল ফুটে রয় নদীর কূলে
বলাকারা উড়ে চলে আকাশ নীলে।

শাপলা শালুক ফোটে ঝিলের জলে
আমলকী আমড়া ঝুলে ডালে ডালে,
শেফালির গন্ধ মৌ মৌ স্নিগ্ধ সকালে
মৌমাছি গান গায় উড়ে ফুলে ফুলে।

দোয়েল শ্যামার সুরে ভরে যায় মন
প্রজাপতির পাখায় মন হয় রঙিন,
পাল তুলে নৌকায় মাঝি গায় গান
রাখাল বাজায় বাঁশি বুকে অভিমান।

শরতের সাদা মেঘ হিম জোছনায়
ঝির ঝির বায়ু বয় রাতের আলোয়,
শান্ত বসুন্ধরায় স্বর্ণালি রূপ ছড়ায়
নীড়ে ফিরে যায় পাখি শ্রান্ত ডানায়।

ভোরে শিশির বিন্দু জমে দূর্বা ঘাসে
রবির কিরণে যেন সাদা মুক্ত হাসে,
শিউলির সুঘ্রাণে বুকে শুভ্রতা মিশে
শরৎ স্নিগ্ধতায় এ বাংলার মুখ ভাসে \

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়