জাতীয় বিশ্ববিদ্যালয় : মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ

আগের সংবাদ

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে দুর্ভোগ

পরের সংবাদ

রোদ সীমানায় ঘুরে বেড়াও

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আগমনীর সুরে সুরে পুজোর দিনের ডাকে
হৃদের কোণে ঊমা তোমার সুখের ছবি আঁকে।
পুজোর সাজে সাজো তুমি আলতা নূপুর পায়ে
ঠাকুর বাড়ির পুজোর মেলায় ভাসো খুশির নায়ে।

রোদ সীমানায় বেড়াও তুমি রোদের জরি মুখে
আগমনীর সুরে সুরে অন্যরকম সুখে।
চলার পথে ছায়া আমি তপ্ত রোদে তুমি
ব্লটিং পেপার নেই যে শুষে মুক্তো দানা চুমি।

তপ্ত দুপুর আলতা নূপুর শাপলা শালুক পুকুর
তোমার ছায়া ছড়ায় মায়া স্বচ্ছ জলের মুকুর।
ঝিরি ঝিরি হাওয়ায় ওড়ে সিল্কি কালো চুলে
কানে তোমার পায় যে শোভা শিউলি ফুলের দুলে।

নাগরদোলায় চড়ো তুমি ঠাকুর বাড়ির মেলা
পুতুল নাচ আর বায়োস্কোপে যায় যে কেটে বেলা।
সন্ধ্যা নামে রূপোর খামে পুজোর দিনের শেষে
রঙে রঙে রাঙাও যে মন পুজো ভালোবেসে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়