জাতীয় বিশ্ববিদ্যালয় : মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ

আগের সংবাদ

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে দুর্ভোগ

পরের সংবাদ

আবার দেখা হয় যদি

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

তুমি কোনদিন জানিবে না বালিকা
কী নিদারুণ রঙিন স্বপ্ন এঁকেছিলে তুমি
এক বাদামি যুবকের চোখে জনান্তিকে
অনাঘ্রাত হৃদয়ে তার জেগেছিল
অগাধ প্রেমের সাধ
শীতলক্ষ্যার তীরে এক কমলা বিকেলে
মর্মরিয়া উঠিয়াছে যুবকের কোমল হৃদয়
তোমারে দেখার পর এক অব্যক্ত বেদনায়
অজানা এক গানের সুর আর সুখের অসুখে;

তুমি তারে কোনোদিন দ্যাখো নাই ঠিক
তবু সে কিশোর তোমারেই দিয়াছে তাহার সব
পিঙ্গল দুপুর থেকে বিষণ্ন সন্ধ্যার ঘ্রাণ
শিশিরের শব্দ থেকে ঝরে পড়া ভালোবাসার গান
সকলই সে দিয়াছে তোমারে ভালোবেসে
শুধু তুমি কভু দ্যাখো নাই তারে;

সে তোমারে দেখিয়াছে শারদ পূর্ণিমায়
দেখিয়াছে তোমারে সে রাত্রির আঁধারে
তোমার কণ্ডে শুনিয়াছে হৃদয়ের মোহনীয় ডাক
এখনো প্রগাঢ় সবুজ তাহার
গোপন দিনের স্বপ্ন
এখনো সে চোখে দ্যাখে অবিরাম
অড়হর ক্ষেতের আইলে লগ্ন লতিকার মতো
বসে আছ পাশাপাশি মৃত্তিকায়-ঘাসে
উপরে আকাশ মিশে আছে আকাশের গায়ে
শুভ্র মেঘের ভেতরে সে দ্যাখে
পানের পাতার মতো অবিকল তোমার আকার
কাশফুল ফুটে আছে নদীর দুধারে
জলের শব্দের মতন কানে আসে
তোমার কণ্ঠের ফিসফাস ধ্বনি
শিউলির গন্ধে মাতাল শারদীয় হাওয়ার হিল্লোলে
উড়ে যাচ্ছে তোমার এলোমেলো দীঘল কুন্তল
এখনো সে তোমারে চোখে দ্যাখে
বিকেলের স্নিগ্ধ আলোয় আর রাতের কুহকে
নীরবে নির্জনে নিঃসঙ্গতায়;

আশ্লেষের আকাক্সক্ষায়
অবিরাম জেগে থেকে থেকে
স্বপ্নেরা তাহার জেগে ওঠে হাহাকার করে;
না পাওয়ার মনস্তাপে দীর্ণ হয় তমসায় আবৃত রাত
মন্থনের গভীর আর তীব্র বেদনায়
কুয়াশার মতো ক্রমেই ধূসর হয়ে আসে তার
হৃদয়ের অনূক্ত লালিত প্রেম
তবু সে ভালোবাসে শরতের শুভ্র মেঘ
কাশফুল আর অলীক জোছনা
যেন সে সহস্র বছর ধরে রয়ে যাবে তোমার প্রতীক্ষায়
এই শীতলক্ষ্যার তীরে
জেগে র’বে ব্যাকুল বাসনায়
কোন এক স্নিগ্ধ শরতে
আবার দেখা হয় যদি!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়