বসতঘর থেকে মা ও ২ শিশু সন্তানের মরদেহ উদ্ধার

আগের সংবাদ

বছরজুড়েই ‘উন্নয়নে’র দুর্ভোগ : ভাঙাচোরা সড়কে সমন্বয়হীন খোঁড়াখুঁড়ির ফাঁদ > নিত্যসঙ্গী তীব্র যানজট > সামান্য বৃষ্টিতেই জলজট

পরের সংবাদ

পূজায় সাতক্ষীরাজুড়ে কঠোর নজরদারি

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক হুমায়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। গত শনিবার সন্ধ্যায় উপজেলার পাটকেলঘাটার কুমিরা ও বড়লফিল্ড এলাকার মণ্ডপ পরিদর্শন করে তারা জানান, পূজার নিরাপত্তায় জেলাব্যাপী কঠোর নজরদারি রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী, কুমিরা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। পূজামণ্ডব পরিদর্শনকালে অতিথিদের ফুলের শুভেচ্ছো জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে অতিথিরা বলেন, সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব হল শরাদীয় দুর্গাপূজা। বর্তমান সরকার মন্দিরের নিরাপত্তার কথা ভেবে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছে। এছাড়া কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য জেলাব্যাপী প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়