জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ২ অক্টোবর

আগের সংবাদ

ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ায় যুক্ত : প্রেসিডেন্ট পুতিনের আনুষ্ঠানিক ঘোষণা, অবৈধ বলছেন ন্যাটো নেতারা

পরের সংবাদ

নেত্রকোনার মদন : ২ খুনের ঘটনায় মামলা

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে পারিবারিক দ্ব›েদ্ব দুই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার রাতে নিহত মিনারা আক্তারের ছেলে রেনু মিয়া বাদী হয়ে মদন থানায় মামলাটি দায়ের করেন। এতে ফতেপুর গ্রামের অভিযুক্ত আবু মুন্সিসহ তার পরিবারের আটজনকে আসামি করা হয়েছে।
গত রবিবার রাতে উপজেলা ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে দুর্বৃত্তদের হামলায় শফিকুল ইসলাম নামের এক ইমাম নিহত হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মিনারা আক্তার নামের আরেক নারী মারা যান। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে আরো ছয়জন চিকিৎসাধীন রয়েছেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, রুদ্রশ্রী গ্রামের ডাবল মার্ডারের ঘটনায় মিনারা আক্তারের ছেলে রেনু মিয়া একই পরিবারের আটজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় আটক জেল হাজতে থাকা নারী শরুফা আক্তারকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়