জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ২ অক্টোবর

আগের সংবাদ

ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ায় যুক্ত : প্রেসিডেন্ট পুতিনের আনুষ্ঠানিক ঘোষণা, অবৈধ বলছেন ন্যাটো নেতারা

পরের সংবাদ

উত্তরায় হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর উত্তরার মেরিনো আবাসিক হোটেল থেকে এক ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডুগাল্ড ফিনল্যাসন (৬০)। গতকাল সকাল ১০টার দিকে হোটেলের দ্বিতীয় তলা থেকে তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে ওই ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়ে থাকতে পারে।
উত্তরা পূর্ব থানার এসআই মো. মামুনুর রহমান জানান, খবর পেয়ে গতকাল সকালে ৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ৪৫ নম্বর ভবনের মেরিনো হোটেলটির দ্বিতীয় তলার ১০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, চলতি মাসের ২০ তারিখে ওই হোটেলে কক্ষে ভাড়া নিয়ে থাকতে শুরু করেন ডুগাল্ড। আগের রাতেও তিনি খাওয়া-দাওয়া করেছেন। গতকাল সকালে তার এক চাইনিজ বন্ধু হোটেলে এসে তাকে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়াশব্দ পাননি। তখন হোটেল কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখে বাথরুমের ভেতর মৃত অবস্থায় পড়ে আছেন তিনি। সঙ্গে সঙ্গে তারা থানায় খবর দেন।
সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছাই রংয়ের চেক হাফ হাতা শার্ট পরিহিত অবস্থায় তাকে পাওয়া যায়। মরদেহের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। ঘাড়সহ সম্পূর্ণ পিঠে লালচে দাগও রয়েছে। এসআই মো. মামুনুর রহমান বলেন, টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন ডুগাল্ড। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়