আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

আগের সংবাদ

নতুন মাথাব্যথা ‘হিজরত’! : আফগানিস্তানে তালেবান সাফল্যে উজ্জীবিত আইএস অনুসারী আনসার আল ইসলাম বাংলাদেশে সক্রিয়

পরের সংবাদ

শেরপুরে আ.লীগের সব পদ হারালেন বিদ্রোহী প্রার্থী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শেরপুর প্রতিনিধি : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্তের বাইরে দ্বিতীয়বারের মতো বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের ১নং সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমানকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ। গত মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন ও উপদপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফখরুল মজিদ খোকন বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় এমনিতেই বহিষ্কৃত হয়েছেন হুমায়ুন কবীর রুমান। তাই জেলা আওয়ামী লীগ সভা আহ্বান করে তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দিয়েছে। সভায় জেলা আওয়ামী লীগের ৭১ জন সদস্যের মধ্যে ৫৪ জন উপস্থিত ছিলেন। জানা গেছে, শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো সমর্থন পান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল। তিনি আনারস প্রতীক নিয়ে প্রচারণা শুরুও করেছেন। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। বিদ্রোহী হুমায়ুন কবীর রুমান গতকাল বুধবার সাংবাদিক সম্মেলন করে তার বহিষ্কার নিয়ম বহির্ভূতভাবে করা হয়েছে দাবি করে হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের বিরুদ্ধে দলীয় প্রাথীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়