আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

আগের সংবাদ

নতুন মাথাব্যথা ‘হিজরত’! : আফগানিস্তানে তালেবান সাফল্যে উজ্জীবিত আইএস অনুসারী আনসার আল ইসলাম বাংলাদেশে সক্রিয়

পরের সংবাদ

গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময় : ঝিকরগাছা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ঝিকরগাছার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক বলেন, গণমাধ্যমকর্মীদের দৃষ্টিভঙ্গি হতে হবে জনকল্যাণমূলক। বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল লেখনির মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো গুরুত্ব সহকারে তুলে ধরতে হবে। তিনি গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্সরুমে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি ঝিকরগাছার চলমান সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, কপোতাক্ষ নদ জলাবদ্ধতা নিরসন প্রকল্পে নিয়মনীতি বহির্ভূত কাজ চলছে। এ ব্যাপারে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছি। অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক গভীর শ্রদ্ধার সঙ্গে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন। কেককাটা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনীত হওয়ায় উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলামসহ সাংবাদিকদের ও বিভিন্ন এনজিওদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়