আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

আগের সংবাদ

নতুন মাথাব্যথা ‘হিজরত’! : আফগানিস্তানে তালেবান সাফল্যে উজ্জীবিত আইএস অনুসারী আনসার আল ইসলাম বাংলাদেশে সক্রিয়

পরের সংবাদ

কুমারখালীতে ডিজিটাল সনদ পেলেন ৩৯৪ বীর মুক্তিযোদ্ধা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি ছিলেন- পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুণ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সনদ পত্র ও স্মার্ট কার্ড তুলে দেয়া হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭০ জন প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ এবং জীবিত ২২৪ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদসহ স্মার্ট কার্ড দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়