হাজারীবাগের বিস্ফোরণ : পা হারানো দিলীপসহ শঙ্কাজনক অবস্থায় ২

আগের সংবাদ

পাঁচ কারণে বাড়ছে ডেঙ্গু!

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চেক বিতরণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : চান্দিনায় গ্রামীণ সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রকল্পের নিয়োজিত এলসিএস মহিলা কর্মীদের সঞ্চয়ের অর্থের চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে চেক তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল এর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার প্রমুখ।

দাবা প্রতিযোগিতা

পাবনা প্রতিনিধি : মার্কস অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পস ২০২২ এর স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পাবনা পুলিশ লাইনস অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০টি দলে ১৬০ জন প্রতিযোগী অংশ নেয়। পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাঊল রহিম লাল, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান প্রমুখ।

সার ও বীজ বিতরণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে বিনামূল্যে সার ও বীজ পেল ৩৪০ জন কৃষক। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে এই বীজ, সার ও অন্য উপকরণ বিতরণ করা হয়। গত সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার। উপজেলা নির্বাহী অফিসার পি. এম. ইমরুল কায়েস এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান।

প্রস্তুতিমূলক সভা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : হোমনা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান খন্দকার জালাল উদ্দিন ও তাইজুল ইসলাম মোল্লা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন লাল রায় প্রমুখ।

মতবিনিময় সভা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : সদরপুর উপজেলায় পূজা উদযাপন কমিটির আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সদরপুর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, সদরপুর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহাদেব দাস, সদরপুর আবাশিক প্রকৌশলী মো. আবু রায়হান, ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বয়াতী, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জেল হোসেন প্রমুখ।

ঋণ বিতরণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আগৈলঝাড়ায় সমবায় অধিদপ্তরের উদ্যোগে গাভী পালনের মাধ্যমে নারীদের স্বাবলম্বীতা অর্জনের জন্য উপজেলার রাজিহার ও বাকাল ইউনিয়নের সুবিধাভোগী ৪২টি সদস্য পরিবারের মাঝে ১ লাখ টাকা করে ৪২ লাখ টাকা আবর্তক ঋণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর উদ্যোগে শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়