হাজারীবাগের বিস্ফোরণ : পা হারানো দিলীপসহ শঙ্কাজনক অবস্থায় ২

আগের সংবাদ

পাঁচ কারণে বাড়ছে ডেঙ্গু!

পরের সংবাদ

রজব হত্যা মামলা : ভেড়ামারায় একজনের যাবজ্জীবন, দুজনের কারাদণ্ড

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : ভেড়ামারায় হত্যা মামলায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় আরো দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের ফারুক হোসেনের ছেলে আনোয়ার হোসেন, আনোয়ারের ছেলে কনক ও মেয়ে জামাই রফিক। রায় ঘোষণার সময় রফিক ও কনক উপস্থিত ছিলেন। আনোয়ার পলাতক রয়েছেন।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০১০ সালের ১৯ মে বিকাল সাড়ে ৪টার দিকে মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের রজব আলীকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। ৫৫ বছর বয়সী রজব একই গ্রামের ভিকু মণ্ডলের ছেলে ছিলেন।
ঘটনার দিন রাতেই ভেড়ামারা থানায় একটি মামলা করেন নিহতের ছোট ভাই ইদবার আলী। পরে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।
দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেয় আদালত। এর মধ্যে আনোয়ারকে যাবজ্জীবন, তার ছেলেকে দুই বছর ও মেয়ে জামাইকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া আনোয়ার ও রফিককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং কনককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো চার মাসের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন তিনজন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়