হাজারীবাগের বিস্ফোরণ : পা হারানো দিলীপসহ শঙ্কাজনক অবস্থায় ২

আগের সংবাদ

পাঁচ কারণে বাড়ছে ডেঙ্গু!

পরের সংবাদ

ময়মনসিংহ রেলস্টেশনে টিসির কক্ষে যাত্রীকে মারপিট : মামলা নিতে জিআরপি ওসির গড়িমসি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে মারপিট ও হেনস্থার শিকার হয়েছেন এক যাত্রী। এ ঘটনায় জিআরপি থানার ওসি মো. মহিউদ্দিন আহম্মেদ মামলা নিতে গড়িমসি করছেন বলে অভিযোগ উঠেছে। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার ও ভুক্তভোগী নগরীর বলাশপুর এলাকার হাবিবুর রহমান (৩০) এ অভিযোগ করেন। গত সোমবার বিকাল ৪টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রী হাবিবুর রহমানকে টিকিট না থাকার অভিযোগে মারধর করে কক্ষে তালাবদ্ধ রেখে হেনস্থা করেন স্টেশনের টিসি বিজয় মিত্র শুভ। এ ঘটনায় ওইদিন রাত ৮টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী হাবিবুর রহমান। কিন্তু অভিযোগ দায়েরের পর মামলা নিতে জিআরপি ওসি গড়িমসি করছেন। ঘটনার বিষয়ে স্টেশনের সুপারিনটেন্ডেন্ট মো. জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তারা তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেবেন। জিআরপি থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, বিকাল ৪টার দিকে গৌরীপুর যাওয়ার উদ্দেশে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ২নং প্লাটফর্মের ৩নং লাইনে জারিয়া ট্রেনে উঠে একটি সিটে বসেন হাবিবুর রহমান (৩০)। এ সময় ট্রেনে কর্তব্যরত টিসি বিজয় মিত্র শুভ ওই যাত্রীর কাছে টিকিট চাইলে তিনি বলেন, আমার সঙ্গে লোক আছে তিনি টিকেট নিয়ে আসছেন। এতে টিসি বিজয় মিত্র শুভ ক্ষিপ্ত হয়ে জোর করে আমাকে টিসি কক্ষে নিয়ে কিল-ঘুষি মারেন এবং সাথে থাকা ৬০ হাজার টাকা নিয়ে আমাকে তালাবদ্ধ করে রাখেন। পরে আমার সঙ্গে থাকা নায়েব আলী (৭০) খবর পেয়ে টিসি কক্ষে গেলে তাকেও গালমন্দ করে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে ছেড়ে দেন। তবে মামলা গ্রহণে গড়িমসি করার অভিযোগ অস্বীকার করেন জিআরপি থানার ওসি মো: মহিউদ্দিন আহম্মেদ। তিনি বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নেই। বাদী ও স্থানীয় এক কাউন্সিলর একটি অভিযোগ দিয়ে বলছেন মামলা নেয়ার জন্য। কিন্তু আমরা বলেছি এটা মামলা হয় না। মামলা নিতে হলে আঘাত থাকতে হয়, মেডিকেল কাগজপত্র নেই মামলা কিভাবে নিব। ঘটনার বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও স্টেশনের টিসি বিজয় মিত্র শুভর কোনো বক্তব্য নেয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়