হাজারীবাগের বিস্ফোরণ : পা হারানো দিলীপসহ শঙ্কাজনক অবস্থায় ২

আগের সংবাদ

পাঁচ কারণে বাড়ছে ডেঙ্গু!

পরের সংবাদ

মদন : ঝগড়া থামাতে গিয়ে আহত নারীর মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : মদনে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে আহত মিনারা আক্তার (৫০) মারা গেছেন। গত সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মিনারা আক্তার রুদ্রশ্রী গ্রামের এলাল উদ্দিনের স্ত্রী। গত রবিবার রাত ১০টার দিকে উপজেলা ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনায় উপজেলার গজারিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শফিকুল ইসলাম (৬০) নিহত হন। আহত হন নারীসহ ৬ জন। আহত ইব্রাহীম (৮০), মোবারক হোসেন (২৫), মাসুম মিয়ার (১২) অবস্থা আশঙ্কাজনক।
দুটি হত্যার ঘটনায় এলাকার সব শ্রেণি-পেশার লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার ইমাম ওলামা পরিষদ ফতেপুর ইউনিয়ন শাখার উদ্যোগে রুদ্রশ্রী গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি, মাওলানা মুফতি দেওয়ান মাছুম ইয়ার চৌধুরী, মাওলানা আব্দুল বাছির, মাওলানা আজিজুল হক, মাওলানা আহমদ নান, মুফতি হেলাল উদ্দিন, মুফতি মোজাম্মেল হক সালেহী, নিহত শফিকুল ইসলামের ছেলে আব্দুর রহমান প্রমুখ। মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, পারিবারিক কলহের জেরে রুদ্রশ্রী গ্রামে দুজন নিহত হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়