হাজারীবাগের বিস্ফোরণ : পা হারানো দিলীপসহ শঙ্কাজনক অবস্থায় ২

আগের সংবাদ

পাঁচ কারণে বাড়ছে ডেঙ্গু!

পরের সংবাদ

পার্বতীপুর উচ্চবিদ্যালয় : প্রধান শিক্ষক জটিলতায় বেতন বন্ধ ২ মাস

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর) থেকে : প্রধান শিক্ষক নিয়ে জটিলতায় পার্বতীপুর শহরের পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। দুই মাস ধরে শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ। জটিলতা নিরসনে শিগগির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম একেবারে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। বিএড পাসের জাল সনদ দিয়ে চাকরি নেয়ার অভিযোগে পাবলিক উচ্চ বিদ্যালয়ে (পাবলিক স্কুল) প্রধান শিক্ষক মানিক কুমার রায়কে বরখাস্ত করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সহকারী প্রধান শিক্ষক মকলেছুর রহমানকে দায়িত্ব দেয়ায় এ জটিলতা দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাঈল বলেন, চূড়ান্ত বরখাস্ত প্রধান শিক্ষক মানিক কুমার এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকলেছুর রহমান পৃথক পৃথক দুটি বিল জমা দেয়ায় তিনি কোনো বিলেই প্রতিস্বাক্ষর করেননি। অভিযুক্ত মানিক কুমার রায় এমপিওভুক্তির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদনপত্র জমা দেয়ার বিষয়টি অস্বীকার করে জানান, তিনি ২০০৪ সালে বেসরকারি রয়েল বিশ্ববিদ্যালয় থেকে বিএড পাস করেন। রয়েল বিশ্ববিদ্যালয় থেকে বিএড পাসের সনদপত্র জমা দিয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথমে উচ্চতর স্কেল গ্রহণ করেন এবং পরে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়