হাজারীবাগের বিস্ফোরণ : পা হারানো দিলীপসহ শঙ্কাজনক অবস্থায় ২

আগের সংবাদ

পাঁচ কারণে বাড়ছে ডেঙ্গু!

পরের সংবাদ

ঠাকুরগাঁও : ভূমিবিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ভূমি অফিসের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও মূলশ্রোতধারার নেতাদেরর সঙ্গে আদিবাসীদের ভূমিবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে ও হেক্স/ইপারের সহযোগিতায় মতবিনিময় সভায় সংস্থার প্রেমদীপ প্রকল্পের এডভোকেসি ম্যানেজার শাহ্ মো. আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য দেন- সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের পিসি মো. সিরাজুস সালেকিন, উপজেলা ম্যানেজার মো. ওয়ালিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রেমদীপ প্রকল্পের ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন পিওসি ও বিভিন্ন ইউনিয়নের আদিবাসীরা উপস্থিত ছিলেন।
সভায় আদিবাসীদের ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তা সমাধানে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়