হাজারীবাগের বিস্ফোরণ : পা হারানো দিলীপসহ শঙ্কাজনক অবস্থায় ২

আগের সংবাদ

পাঁচ কারণে বাড়ছে ডেঙ্গু!

পরের সংবাদ

জামালরা নেপালকে হারাতে পারল না

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ফিফা আর্ন্তজাতিক প্রীতি ম্যাচে নেপালের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। অথচ সপ্তাহখানেক আগে এই মাঠেই নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছিল বাংলাদেশের মেয়েরা।
নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। বাংলাদেশ বেশ কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। ম্যাচের সপ্তম মিনিটে রহমত মিয়ার ক্রস থেকে হেমন্ত বিশ্বাসের হেড জালে জড়ানোর আগে বিপদমুক্ত করেন নেপালের এক ডিফেন্ডার।
প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে বাংলাদেশ। দ্বিতীয় অর্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জামালরা। ম্যাচের ৫৭তম মিনিটে ডান দিক থেকে রাকিবের ক্রস এক ডিফেন্ডারের পায়ে লেগে কিছুটা উপরে উঠে যাওয়ার পর ডাইভিং হেডে লক্ষ্যভেদ করেন সাজ্জাদ হোসেন। ৬৬তম মিনিটে সাজ্জাদের ক্রসে মোহাম্মদ ইব্রাহিমের হেড পোস্টের অল্প একটু বাইরে দিয়ে যায়। একটু পর রাকিবের ক্রসে সাজ্জাদের হেডের পরিণতিও একই। ৭৮তম মিনিটে রাকিবের জোরাল শট বাইরের জাল কাঁপায়। শেষ পর্যন্ত আর ব্যবধান কমাতে না পারলে ৩-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে প্রথম প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল।
বাংলাদেশ না পারলেও নিজেদের সুযোগটা ঠিকই কাজে লাগিয়েছে নেপাল। ১৮তম মিনিটে বিমল ঘারতি মাগারের ফ্রি-কিক থেকে অঞ্জন বিস্তার হেডে বল বাংলাদেশ গোলরক্ষক জিকোকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।
২৬তম মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সাজ্জাদ হোসেন। নেপালি গোলরক্ষক একা পেয়েও বল তার হাতে তুলে দিয়েছেন বাংলাদেশি স্ট্রাইকার। পরের মিনিটে ম্যাচে নিজেদের দ্বিতীয় গোল হজম করে বসে বাংলাদেশ। বক্সের ভেতর থেকে তেজ তামাংয়ের শট প্রথম দফায় ফিরিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক জিকো। জিকোর ফিস্টে বল পান ফাঁকায় দাঁড়ানো অঞ্জন বিস্তা। অঞ্জনের শটে দ্বিতীয় দফায় আর জাল রক্ষা করতে পারেননি জিকো। ৩৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন অঞ্জন। ফ্রি কিক থেকে দুর্দান্ত হেড করেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ বক্সের সামনে আরেকটি ফ্রি কিক পায়। জামালের নেয়া এই ফ্রি কিক ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফলে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়