হাজারীবাগের বিস্ফোরণ : পা হারানো দিলীপসহ শঙ্কাজনক অবস্থায় ২

আগের সংবাদ

পাঁচ কারণে বাড়ছে ডেঙ্গু!

পরের সংবাদ

কোস্ট গার্ডের অভিযান : টেকনাফে ৮৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৮৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার টেকনাফ লেফটেন্যান্ট কমান্ডার মো. আশিক আহমেদের নেতৃত্বে টেকনাফ থানাধীন নাফ নদীসংলগ্ন শাহপরীর দ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহপরী জালিয়াপাড়া এলাকায় বস্তা হাতে এক ব্যক্তিকে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেন। কিন্তু ওই ব্যক্তি না থেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে আটক করতে সক্ষম হন। এ সময় হাতে থাকা বস্তা তল্লাশি করে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অপরদিকে রাত ৩টায় টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় অপর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কেরুনতলী প্যারা বনের ভেতরে এক ব্যক্তিকে কিছু একটা লুকাতে দেখা যায়। গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেন। কিন্তু তিনি না থেমে প্যারা বনের ভেতরে পালিয়ে যান। পরবর্তী সময়ে কোস্ট গার্ড সদস্যরা প্যারা বন এলাকা তল্লাশি চালিয়ে একটি কালো রঙের ব্যাগ উদ্ধার করেন। ব্যাগটি তল্লাশি করলে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ধারণা করা হয় পাচারের উদ্দেশ্যে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল। উভয় অভিযানে জব্দকৃত ইয়াবা এবং আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়