সংস্কৃতি প্রতিমন্ত্রী : সাম্প্রদায়িক সম্প্রীরীতি রক্ষায় সজাগ থাকতে হবে সবাইকে

আগের সংবাদ

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০, এখনো নিখোঁজ অন্তত ২৭ : মরদেহের অপেক্ষায় স্বজনরা

পরের সংবাদ

বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল আনুষ্ঠানিকভাবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২৩ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বিপিএল। ২০১৯-২০ মৌসুমে অনুষ্ঠিত হয়েছিল বিপিএলের সর্বশেষ আসর। এবারের আসরের জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলে আবেদন করেছিল ৯টি করপোরেট হাউস। সেখান থেকে ৭টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে বিসিবি। গতাকাল বিকালে বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিপিএলের পরিচিত ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে এই আসরে দল নেয়নি বেক্সিমকো ও জেমকন গ্রুপ। এর আগে বেক্সিমকোকে ঢাকার আর জেমকন গ্রুপকে খুলনার ফ্র্যাঞ্চাইজি হিসেবে ছিলেন। কিন্তু এবার তারা দল নিতে আগ্রহী হয়নি। বেক্সিমকোর বদলে ঢাকার মালিকানা এবার পেয়েছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড। খুলনার মালিকানায় থাকছে মাইন্ডট্রি লিমিটেড।
ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেডের মালিকানায় বরিশালের ফ্র্যাঞ্চাইজি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সও আছে আসন্ন বিপিএলে। চট্টগ্রামের দলের মালিকানায় আছে ডেল্টা স্পোর্টস লিমিটেড। টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ) পেয়েছে রংপুরের মালিকানা। সিলেটের দায়িত্বে থাকছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড। বিপিএলের আগামী আসর শুরু হওয়ার কথা ২০২৩ সালের ৫ জানুয়ারি। পরবর্তী দুই আসরেও মালিকানায় থাকবে এই প্রতিষ্ঠানগুলো।

এর আগে বিসিবি ফ্র্যাঞ্চাইজি মালিকানা বিক্রির জন্য দরপত্র আহ্বান করে। দরপত্র আহ্বানের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, আগের মালিকদের সঙ্গে চুক্তি বাতিল হয়ে যাওয়ায় এ উদ্যোগ নিয়েছিলেন তারা। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর এই সাত দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর। তবে বিপিএলের আগামী তিন আসরে থাকছে না রাজশাহী বিভাগের কোনো দল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়