করোনা পরিস্থিতি : সংক্রমণের হার ১১.৬০ শতাংশ

আগের সংবাদ

খোলা ছাদে খুশির নিনাদ : মেয়েদের ঘিরে শোভাযাত্রায় লাখো মানুষ

পরের সংবাদ

সিলেটে বিপুল পরিমাণ পলিথিন জব্দ, লাখ টাকা জরিমানা

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সিলেট অফিস : সিলেট নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ১৩টি দোকানে এক লাখ টাকা জরিমানা এবং প্রায় ১৫ টন পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় একটি দোকানকে সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর লালাদিঘীরপাড়ের হকার্স মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়।
সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
অভিযান শেষে তিনি গণমাধ্যমকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে লালাদিঘীরপাড়ের হকার্স মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন বিক্রি ও রাখার দায়ে ১৩টি দোকানে এক লাখ এক হাজার টাকা জরিমানা এবং একটি দোকানকে সিলগালা করা হয়েছে।
জব্দ করা হয়েছে প্রায় ১৫ টন পলিথিন। এগুলো পরবর্তীতে পুড়িয়ে ফেলা হবে।
মোহাম্মদ এমরান হোসেন আরো জানান, পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিত চালানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়