করোনা পরিস্থিতি : সংক্রমণের হার ১১.৬০ শতাংশ

আগের সংবাদ

খোলা ছাদে খুশির নিনাদ : মেয়েদের ঘিরে শোভাযাত্রায় লাখো মানুষ

পরের সংবাদ

এক লাখ ইয়াবাসহ আটক ৩ রোহিঙ্গা নাগরিক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন ১ লাখ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আলী হোসেন, মো. ইউনুস ও মো. হোসেন আহম্মেদ।
বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার ভোরে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর জানতে পারে। এমন খবরে বিজিবি সদস্যরা কক্সবাজার জেলার উখিয়ার ৪ নম্বর রাজাপালং ইউপির তুলাতলি বেতবুনিয়া এলাকায় গোপনে অবস্থান নেয়। কয়েকজনকে ওই এলাকা দিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় মাদক চোরাকারবারিরা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বিজিবি সদস্য এ সময় ৩ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা রোহিঙ্গা নাগরিক। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তারা থাকে।
মিয়ানমার থেকে রাতের অন্ধকারে ইয়াবা এনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল তারা। আটক রোহিঙ্গা যুবকদের ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়