মর্টার শেল নিক্ষেপ,: রোহিঙ্গা নিহত, আহত ছয়জন

আগের সংবাদ

মাঠে মারমুখী আওয়ামী লীগ

পরের সংবাদ

তিন দশকের ডিসকো গø্যাম নিয়ে টম ফোর্ড

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নিউইয়র্ক ফ্যাশন উইক প্রতিবারের মত এবারও শেষ হয় টম ফোর্ডের কালেকশন প্রদর্শনের মধ্য দিয়ে। এবার তার সংগ্রহের অনুপ্রেরণা সত্তর, আশি ও নব্বই এই তিন দশকের ডিসকো গø্যাম। এর সঙ্গে যোগ হয়েছে স্পোর্টি-ভাইব। এতে শুধু মেয়েদের নয়, ছেলেদের পোশাকও ছিল। প্রাণবন্ত এই কালেকশনে ছিল স্যুট প্যান্ট, স্পার্কলিং কাট-আউট স্লিট ড্রেস, টম ফোর্ডের সিগনেচার বাটন-ডাউন শার্ট, বাস্কেটবল শর্টস, স্পোর্টস ট্যাংক, স্লাউচি সাটিন ব্লেজার, সাটিন ট্র্যাক প্যান্ট, লেদার প্যান্ট ও জ্যাকেটসহ অনেক কিছু। সাদা, কালো, লাইম, ইলেক্ট্রিক ব্লæ, চেস্টনাট, মভ এমন বৈচিত্র্যময় কালার প্যালেট আর সিকুইন ও অ্যাপ্লিকের ডিটেইলিং মুগ্ধ করেছে সবাইকে। উল্লেখ্য, এবারের আয়োজন টম ফোর্ড ও তার ভক্তদের জন্য ছিল একটু বিশেষ। কারণ, কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে তিনি নাকি নিজের ব্র্যান্ড বিক্রি করে দেবেন। এ কথা যদি সত্যি হয়, তাহলে এটাই হবে তার ব্র্যান্ডের হয়ে ডিজাইন করা শেষ কালেকশন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়