মাদক দিয়ে ফাঁসানো পুলিশসহ তিনজন কারাগারে

আগের সংবাদ

বাণিজ্যিক জাগরণের সম্ভাবনা > উত্তর-পূর্বের দুয়ার খুলছে : কানেক্টিভিটিতে গুরুত্ব বাংলাদেশ ও ভারতের

পরের সংবাদ

নারী সাফ চ্যাম্পিয়নশিপ : বাংলাদেশ-ভারত মুখোমুখি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল ৫টা ৪৫ মিনিটে। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দুই দল। আজ দশরথ স্টেডিয়ামে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে পরস্পরের মোকাবিলা করবে প্রতিবেশী দুই দেশের মেয়েরা।
এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপে গোল ব্যবধানে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আজ ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা। অন্যদিকে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে অবশ্যই ভারতকে হারাতে হবে সাবিনা খাতুনদের। কৌশলগত কারণে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা গুরুত্বপূর্ণ উভয় দলের জন্য। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই সেমিফাইনালে স্বাগতিক নেপালকে এড়ানো সহজ হবে দল দুটির।
ভারতের বিপক্ষে বিগত দশবারের মোকাবিলায় একবারও জয় পায়নি বাংলাদেশ। অন্যদিকে সাফ আসরে ছয়বার ভারতের মুখোমুখি হয়েছিলেন সাবিনারা। ২০১৬ সালে গোলশূন্য ড্র করে ত্রিরঙ্গাদের রুখে দেয়া ম্যাচটিই সর্বোচ্চ সাফল্য লাল-সবুজের মেয়েদের। সাফের এই আসরেও শিরোপার প্রধান দাবিদার ভারত। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-০ গোলে হারালেও মালদ্বীপকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে তারা।
ভারতের বিপক্ষে বাংলাদেশের সাফল্য বলতে শুধু একটি ড্র, এমন পরিসংখ্যান প্রসঙ্গে কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, পরিসংখ্যান নয়, এবার আমাদের মেয়েরা শুরুই করেছে ভালো ম্যাচ দিয়ে। তাই আমরা ভালো কিছু আশা করছি। আসলে অতীত ভুলে ভালো কিছু করার জন্য এবার মেয়েরা এসেছে। আশা করি কাল মেয়েরা প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ম্যাচ খেলবে।
কাঠমান্ডুর আর্মি হেডকোয়ার্টার্স মাঠে গতকাল অনুশীলনে দুটি দলে বিভক্ত হয়ে প্রস্তুতি সেরেছিল মারিয়া মান্ডা, আঁখি খাতুনরা। সেখানে দেখা যায়, পাকিস্তানের বিপক্ষে উইনিং কম্বিনেশনেই আস্থা রাখছেন বাংলাদেশ কোচ। অনুশীলন শেষে ছোটন বলেন, ভারত সবসময় দক্ষিণ-পূর্ব এশিয়ার সেরা দল। এ বিষয়ে কোন সন্দেহ নেই। সেখানে অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও রয়েছে। তবে আমাদের মেয়েদের ও অনেক অভিজ্ঞতা হয়েছে। দশরথ স্টেডিয়ামে আমরা একটি ভালো ম্যাচের জন্য অপেক্ষা করছি। মেয়েরা যে আস্তে আস্তে পরিণত হচ্ছে তার ছাপ আমরা দেখতে পাব। ভারতের বিপক্ষে এর আগে কোন জয় নেই। ভারতের বিপক্ষে ম্যাচটি জিততে আত্মবিশ্বাসী অধিনায়ক সাবিনা, আমরা জানি ভারত শক্তিশালী দল, আমরাও শক্তিশালী দল।
তাদের বিপক্ষে সেভাবে লড়াই করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা এতটা চাপেও নেই। কেননা এত চাপ নিলে তো নিজেদের খেলা খেলতে পারব না। আমাদের চেষ্টা থাকবে তাদের বিপক্ষে লড়াই করে লক্ষ্য পূরণ করার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়