৪ বোন চুরি করেই পালাত অন্য জেলায়

আগের সংবাদ

সফরে প্রাপ্তির পাল্লাই ভারী

পরের সংবাদ

বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : সরিষাবাড়ীতে যমুনা নদীতে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।
গতকাল সকালে উপজেলার আওনা ইউনিয়নের সুজন মিয়ার বড়শিতে এ মাছ ধরা পড়ে। পরে স্থানীয় বাজার জগন্নাথগঞ্জ ঘাটে নেয়ার সময় স্থানীয় শাহজামাল মাছটি কিনে নেন।
স্থানীয় সূত্র জানায়, যমুনা নদীতে সুজন বড়শি ফেলে নিয়মিত মাছ ধরেন। প্রতিদিনের মতো গতকাল ভোরে সুজন গিয়ে দেখেন বড়শি নড়ছে। কাছে গিয়ে দেখেন, বিশাল আকারের একটি বোয়াল ধরা পড়েছে। পরে তার ভাই রুবেল মিয়াকে ডেকে বোয়ালটি পাড়ে তোলেন। খবরটি আশপাশে ছড়িয়ে পড়লে মাছটি দেখতে সুজনের বাড়িতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে সকাল ৮টার দিকে মাছটি বিক্রির জন্য জগন্নাথগঞ্জঘাট বাজারে নেয়ার সময় স্থানীয় শাহজামাল মাছটি ১৭ হাজার টাকায় কিনে নেন।মাছ শিকারী সুজন বলেন, আমি প্রতিদিন মাছ ধরতে নদীতে বড়শি ফেলি।
সরিষাবাড়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য বলেন, যমুনা নদীতে সবসময় বড়শিতে ছোট-বড় সব সাইজের বোয়াল মাছ ধরা পড়ে। বোয়াল মাছ ব্যাঙ, ছোট মাছ খেতে খুবই পছন্দ করে। এ মৌসুমে ওই খাবারগুলো খেতে এসেই মাছগুলো মূলত বড়শিতে ধরা পড়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়