৪ বোন চুরি করেই পালাত অন্য জেলায়

আগের সংবাদ

সফরে প্রাপ্তির পাল্লাই ভারী

পরের সংবাদ

বাকেরগঞ্জে সেবা সদন সিলগালা ও জরিমানা

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাকেরগঞ্জে একটি সেবা সদনে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলার কলসকাঠী বাজারে মোশারফ হোসেন মেমোরিয়ল সেবা সদনকে লাইসেন্স ও চিকিৎসা সনদ নাথাকা এবং অস্বাস্থকর পরিবেশসহ বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক। এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাহিদ হাসান ও বাকেরগঞ্জ থানা এএসআই হাফিজসহ পুলিশের একটি দল।
ভ্রাম্যমাণ আদালতে নিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থ এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়