গাজীপুরে সালনা রিসোর্ট ও পিকনিক স্পট উদ্বোধন

আগের সংবাদ

ব্যবসায়ীদের দাবি : দাম বাড়িয়েও পোষাচ্ছে না

পরের সংবাদ

জো বাইডেন : রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক মনে করা উচিত নয়

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : রাশিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গত সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা উচিত কিনা? হোয়াইট হাউসে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাইডেন সরাসরি বলেন, ‘না।’

এদিকে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধের এই সময়ে ‘তীব্র জনবল সংকটে ভুগছে’ রাশিয়ার সেনাবাহিনী। ফ্রন্টলাইনের লড়াইয়ের জন্য নতুন সেনা পেতে মরিয়া হয়ে উঠেছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম এপিকে বলেন, সেনা ঘাটতি মোকাবিলায় বেসরকারি নিরাপত্তা সংস্থা ও কারাগার থেকে কর্মী নিয়োগের চেষ্টা চালাচ্ছে মস্কো।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, দণ্ডিত অপরাধীদের ক্ষমা এবং আর্থিক ক্ষতিপূরণের বিনিময়ে একটি তালিকা প্রণয়ন করতে যাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়