গাজীপুরে সালনা রিসোর্ট ও পিকনিক স্পট উদ্বোধন

আগের সংবাদ

ব্যবসায়ীদের দাবি : দাম বাড়িয়েও পোষাচ্ছে না

পরের সংবাদ

কানাডায় ছুরি হামলা : সন্দেহভাজন দুজনের মধ্যে একজনের লাশ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : কানাডার সাসকাচুয়ানে ছুরিকাঘাতে ১০ জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে দেশটির পুলিশ। তার নাম ডামিয়েন স্যান্ডারসন (৩১)। সন্দেহভাজন অপরজন মাইলস স্যান্ডারসন। তিনি পলাতক রয়েছেন। কানাডা পুলিশ বলছে, ডামিয়েন স্যান্ডারসনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং পলাতক মাইলস এখনো রোগিনা শহরেই রয়েছে বলে ধারণা করছে পুলিশ। তাদের ওই শহরেই সর্বশেষ দেখা গিয়েছিল।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন ২ জন পরস্পর ভাই। ২ ভাই মিলে সাসকাচুয়ানের ফার্স্ট নেশন পল্লীতে এ পৈশাচিক হত্যাকাণ্ড ঘটিয়েছে।
স্থানীয় সময় রবিবার (৪ সেপ্টেম্বর) জেমস ক্রি নেশনের ২ জায়গায় ছুরি নিয়ে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালানো হয়। অতর্কিত ওই ছুরি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ থেকে ১৫ জন। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক ইতিহাসে দেশটিতে এমন ঘটনা আর ঘটেনি।
সাসকাচুয়ানে ২ লাখ ৫০ হাজার বর্গ মাইলজুড়ে প্রায় ১২ লাখ বাসিন্দা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়