এশিয়া কাপ : হংকংকে লজ্জায় ডুবিয়ে সুপার ফোরে পাকিস্তান

আগের সংবাদ

বন্ধুত্ব সুসংহত করার প্রত্যয় : বাংলাদেশে চীনা বলয় ঠেকাতে চায় দিল্লি > পানিসহ সীমান্ত সুরক্ষায় সমাধান চায় ঢাকা

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ফুটবল টুর্নামেন্ট

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : সদর ইউনিয়নের লাউজানী এনএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে খেলায় হাড়িয়াদেয়াড়া ফুটবল একাদশকে ১-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মল্লিকপুর ফুটবল একাদশ। লাউজানী স্পোটিং ক্লাবের আয়োজনে খেলায় প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঝিকরগাছা উপজেলা শাখার আহ্বায়ক ও গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের সভাপতি গিলবার্ট নির্মল বিশ্বাস। ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- লাউজানী এনএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম সেলিম রেজা, পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আলিমুল মৃধা।

শিক্ষা বৃত্তি

দিনাজপুর প্রতিনিধি : সদর উপজেলার নারী উন্নয়ন ফোরামের বরাদ্দকৃত সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ইকবালুর রহিম এমপি। উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোসনা প্রমুখ। একই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ২০২১-২০২২ অর্থবছরের সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদানের চেক ও চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ করে হুইপ।

বৃক্ষরোপণ কর্মসূচি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নলডাঙ্গায় বাল্যবিবাহ প্রতিবাদে আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটির আয়োজন করে রুম টু রিডের মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের আওতাভুক্ত দশম শ্রেণির ‘বনলতা’ দলটি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, একাডেমিক আব্দুল্লাহ আনসারিসহ বিদ্যালয়ের শিহ্মক, বেসরকারি সংস্থার সিনিয়র প্রগ্রাম অফিসার ফ্লোরা আখতার প্রমুখ। পাশাপাশি বাল্যবিবাহের কুফলের কথা তুলে ধরে বাল্যবিহাকে না বলার পরামর্শ দান করেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাইয়ের বারইয়ারহাট অর্কিড ফ্যাশন ওয়্যারের উদ্যোগে বর্ণমালা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বারইয়ারহাট পৌরসভার গ্রিন টাওয়ার মার্কেটের অর্কিড ফ্যাশন ওয়্যারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাইনিং স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন সোহরাবের উপস্থাপনায় ও অর্কিড ফ্যাশন ওয়্যারের স্বত্বাধিকারী আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গ্রিন টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবী সংস্থা শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল।

কর্মশালা

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি : ফাস্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লি. (ব্রোকারেজ হাউস) ছাগলনাইয়া শাখার আয়োজনে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ছাগলনাইয়া কলেজ রোডে হাজি আহসান উল্যাহ সওদাগর মার্কেটের তৃতীয় তলায় ফাস্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেডের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন- ফাস্ট ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কাউছার আল মামুন, এইচ আর ও কসপ্লায়েন্স বিভাগের নির্বাহী মো. আরিফুল রহমান, ছাগলনাইয়া শাখার পরিচালক আব্বাস উদ্দিন, জয়নাল আবেদীন মিলন, হেয়ায়েত উল্যাহ ভূঁঞা লিটন, মো. সেলিম ও তারেক হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়