ভূমির কুতুবকে দেয়া হাইকোর্টের জামিন আপিলে বাতিল

আগের সংবাদ

তৃণমূলে সহিংসতা বাড়ছেই : দুই সপ্তাহে অন্তত ২০টি স্থানে সংঘর্ষ হয়েছে, দলগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের

পরের সংবাদ

ঠাকুরগাঁও : সুগার মিলের আখ রোপণ উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ২০২২-২৩ মৌসুমের আখ রোপণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার হরিহরপুর গ্রামের চাষি মো. দাইমুদ্দীনের ঈ-৩৭ জাতের আখ ক্ষেতে রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন ঠাকুরগাঁও সুগার মিলস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান কবির। ঠাকুরগাঁও সুগার মিলসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় আখচাষি সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন ঢাকা বিএসএফআইসির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (বীজ পরিদর্শন) ড. জেবুন নাহার ফেরদৌস।
অন্যদের মধ্যে বক্তব্য দেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) মমিন হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) সাইফুল ইসলাম, কেন্দ্রীয় আখচাষি সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ঠাচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক এনায়েত আলী উলুব্বী প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও সুগার মিলসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আখচাষিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়