করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ফের আড়াইশ ছাড়াল

আগের সংবাদ

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে খুশি শ্রমিকরা

পরের সংবাদ

নন্দীগ্রামে টিসিবি ডিলারের ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য পাচারের চেষ্টাকালে স্থানীয় জনতা এক ডিলারকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের কহুলি গ্রামে এ জরিমানা করা হয়। গতকাল শুক্রবার সকালে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার দুপুর থেকে মেসার্স জান্নাতুল রিয়া এন্টারপ্রাইজের লোকজন বুড়ইল ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবি পণ্য বিক্রি শুরু করেন। এ সময় সেখান থেকে পণ্য সরিয়ে ফেলা হয়। রাতে ওই মালামাল ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা জব্দ করে। সেখান থেকে ৭৮ লিটার তেল, ৩৪ কেজি ডাল ও ২৭ কেজি চিনি উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়